1. sm.khakon@gmail.com : bkantho :
লাখাইয়ে ৩২ কেজি গাজা উদ্বার: আটক ৪ - বাংলা কণ্ঠ নিউজ
May 27, 2023, 11:20 pm

লাখাইয়ে ৩২ কেজি গাজা উদ্বার: আটক ৪

Reporter Name
  • বুধবার, মার্চ ৯, ২০২২

মহসিন সাদেক নিরাপদ নিউজ লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রাম থেকে ৩২ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ, এসময় ৪জনকে আটক করা হয়। পুলিশ সুত্রে যানা যায়, বুধবার ( ০৯/০৩/২০২২) সকাল ১০টার দিকে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ গোলাম মস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার স্বজনগ্রাম পুরাতন থানা সংল্গুন নৌকাঘাট এলাকা থেকে ৩২ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।

এসময় ব্রাহ্মনবাড়ীয়ার বিজয় নগর এলাকার বাবুল মিয়ার পুত্র অলিউল্লা উরফে অন্তর (২৩), সাজামোড়া গ্রামের মোঃ শরিফ মিয়ার পুত্র তানবির (২৪), একই এলাকার মৃতঃ আব্দুল মোতালিবের পুত্র মহরম আলী (৩৫), সুনামগঞ্জের গামাইর এলাকার আব্দুল খালেকের পুত্র উমর আলী (১৯) আটক করা হয় । বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD