সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সদস্য পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা সুব্রত কুমার দাশের পিতা বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সত্যেন্দ্র চন্দ্র দাশ(৯২) আর নেই। তিনি ১৫ জানুয়ারী বুধবার রাত সাড়ে ৯ টায় নবীগঞ্জ পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার বাসায় বার্ধক্য জনিত কারনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকারে তিনি ৩ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মৃত্যুর সংবাদ শোনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শেষবাবের মতো একনজর দেখার জন্য বাসায় ভীড় জমান। প্রাক্তন চেয়ারম্যান আশুতোষ দাশের শেষকৃত্য্যানুষ্টান ঐদিন রাতেই বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের শেকান্দরপুর গ্রামে নিজ বাড়ীতে পারিবারিক শ্মশানঘাটে সম্পন্ন হয়েছে।
উনার মৃত্যুতে সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সভাপতি মৃম্ময় কান্তি দাশ,সহ-সভাপতি শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর,শিক্ষক সুব্রত দাশ, সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,যুগ্ম সম্পাদক অঞ্জন পুরকায়স্থ,রতিশ দাশ অর্থ সম্পাদক তনয় কান্তি ঘেষ অঞ্জন,সহ অর্থ সম্পাদক সজল দেব,নিতেশ দাশসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ উনার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply