1. sm.khakon@gmail.com : bkantho :
সৌদি আরবে দূর্বৃত্তের হামলায় নবীগঞ্জের তুহিন নিহত।। গ্রেফতার ১ - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

সৌদি আরবে দূর্বৃত্তের হামলায় নবীগঞ্জের তুহিন নিহত।। গ্রেফতার ১

Reporter Name
  • রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ আওয়ামী যুবলীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক প্রয়াত তারেক আহমেদের পুত্র তুহিন আহমেদ (২২) সৌদি আরবে ইয়েমেনের ৩ দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,৪ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে জেদ্দার পুলিশ এক হামলাকারীকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
জানা যায়,তুহিন আহমেদের পিতা তারেক আহমেদের মৃত্যুর পর সংসারে চলে টানা পোড়ন। সংসারের অভাব অনটন দুর করতে দু’সন্তানের মুখে হাসি ফুটাতে স্বপ্ন পূরনে স্বামী হারা  শিলা বেগম প্রায় ৭ বছর পূর্বে চলে যান সৌদি আরবে। সেখানে ২ বছর অবস্থান করার পর গত ৫ বছর পূর্বে বড় ছেলে তুহিনকে নিয়ে যান সেখানে।
কে জানতো সৌদি আরবে গিয়ে লাশ হবে ছেলে তুহিন। তুহিনের ছোট ভাই তানভীর দেশে লেখাপড়া করছে।
নিহত তুহিনের মামাতো ভাই জুয়েল আহমেদ জানান, তুহিন সৌদি আরবে জেদ্দায় একটি রেষ্টুরেন্টে কাজ করত।
শুক্রবার সৌদি আরবের রাত সাড়ে ১২টার সময় কোন কারন ছাড়াই ইয়েমের ৩ দূর্বৃত্ত সন্ত্রাসী লোহার রড ও ছুরি নিয়ে তুহিনের  উপর হামল চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে তুহিনের পারিবারিক সুত্র জানাযায়। বর্তমানে লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
খবর পেয়ে জেদ্দা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। অন্যদেরও গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানা গেছে।
নিহত তুহিনের ছোট ভাই তানভীর জানায়, আমার ভাইর সাথে আমার ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সর্বশেষ কথা হয়েছে। আমাকে সৌদি আরব নেয়ার প্রস্তুতি চলছে। আগামী হজ্ব শেষে দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। সন্ত্রাসীরা আমার ভাইর স্বপ্ন পূরণ করতে দিলোনা। অকালে আমার ভাইকে হারালাম। তিনি ভাইর হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
এদিকে তুহিনের মৃত্যুর সংবাদে আত্মীয়স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীসহ দেশ বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD