1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে সাংবাদিক সোহেলের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

নবীগঞ্জে সাংবাদিক সোহেলের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে
নবীগঞ্জে সাংবাদিক সোহেলের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

নবীগঞ্জে ডেইলি বাংলাদেশ পোস্টের সাবেক নবীগঞ্জ প্রতিনিধি মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে সভাপতি করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  এম.এ আহমদ আজাদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী প্রমূখ।

উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুরাদ আহমদ, সিনিয়র সাংবাদিক আবু তালেব, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ প্রেসক্লাবের নবাগত সদস্য সাগর আহমদ, শাহরিয়ার আহমদ শাওন, মোঃ আলাল মিয়া, জুয়েল আহমদ প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা সাংবাদিক মিজানুর রহমান সোহেলের সাথে নানা স্মৃতি তুলে ধরেন। পরে মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহদী হাসান ও হাফেজ তারেক আহমদ।

উল্লেখ্য ২০১৯ সালের ১৫ নভেম্বর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের নিজ বাড়িতে মিজানুর রহমান সোহেল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD