1. sm.khakon@gmail.com : bkantho :
বাসসের নতুন পরিচালনা বোর্ডে দৈনিক নয়া দিগন্তের সম্পাদক - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

বাসসের নতুন পরিচালনা বোর্ডে দৈনিক নয়া দিগন্তের সম্পাদক

বাংলা কণ্ঠ ডেস্ক
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে
বাসসের নতুন পরিচালনা বোর্ডে দৈনিক নয়া দিগন্তের সম্পাদক

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। নতুন পরিচালনা বোর্ডে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন। রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি (বর্তমানে যুগ্ম সম্পাদক) আনোয়ার আলদীনকে চেয়ারম্যান করে ১২ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

এরা হলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; প্রধান তথ্য কর্মকর্তা; বাসস-এর

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকার বলে); ডেইলি নিউ নেশনের সম্পাদক মোকারম হোসাইন; দৈনিক যুগের আলোর সম্পাদক শিরিন ভরসা; এনটিভি’র চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন; ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও লিড ওয়েব ডেভলপার নূরে আলম মাসুদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ফজলুল হক।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা মোতাবেক তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান মোতাবেক দায়িত্ব পালন করবে। এই আদেশ জারির তারিখ থেকে কার্যক্রম শুরু হবে।

সূত্র. নয়াদিগন্ত

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD