নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উগ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের জন্মমাস ভাদ্র পরিক্রমা উপলক্ষ্যে ৮ম দিনের বিশেষ অধিবেশন ২৪ আগষ্ট শনিবার রাত ৮ টায় নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের আয়োজনে পৌরসভার কানাইপুর অঞ্জলি নিকেতন এ বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানমালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,সদ গ্রন্থাদি পাঠ,নাম সংকীর্তন,ইষ্ট প্রসঙ্গে আলোচনা ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল,কাজল আচার্য্য,
তাপস বনিক,শিক্ষক সুব্রত দাশ,শিক্ষক নিখিল সুত্রধর,শিক্ষক গীতেন্দ্র কুমার দাশ, তৃষ্ণা রানী বনিক,নরেশ চন্দ্র দাশ,অঞ্জন পুরকায়াস্থ,রতিশ দাশ,লক্ষন বৈদ্য, নারায়ন সরকার,পরিমল মালাকার, সজল দেব,নিতেশ দাশ, শিক্ষক নারায়ন দাশ,কালী দেব,শংকর চন্দ, শিক্ষক নয়ন দাশ,গোপেন্দ্র চন্দ,প্রদীপ দাশ,বিধান পাল,বিভূতি পাল, বাবলু দেব, জয়হরি দেব,নবারুন দাশ,রাসেন্দ্র দাশ, রাধন দাশ,রীনা পাল,লীলা,স্মৃতি গোপ,রীনা পাল,জবা রানী দাশ,কল্পনা সরকার মনা,সাগর দাশরায়সহ গ্রামের ভক্তবৃন্দ প্রমুখ। পারিবারিকভাবে সৎসঙ্গ অনুষ্টানে ভক্তবৃন্দের সমাগম ঘটে।
Leave a Reply