কয়েক দিন বন্ধ থাকার পর আবারো সারাদেশে মোবাইলফোনে ইন্টারনেট সেবা চালু হয়েছে। রোববার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে সব অপারেটরের গ্রাহকেরা ইন্টারনেট সেবা পেতে শুরু করে।
এর আগে, এদিন সকালে রাজধানীর বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সাথে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৈঠক শেষে তিনি বলেন, ‘আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ বিকেল ৩টার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারব। বিকেল ৩টার পর থেকে সারাদেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। তার জন্য প্রযুক্তিগত যত সহায়তা দরকার, তা আমরা সবসময় দেবো। মোবাইল অপারেটর কোম্পানিগুলোও যতদ্রুত সম্ভব প্রস্তুত নেবে।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত ১৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ফলে এই সময়ে সারাদেশেই পাঁচটি অপারেটর কোম্পানির গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করে কোনো কাজ করতে পারছেন না।
Leave a Reply