1. sm.khakon@gmail.com : bkantho :
জাতীয় বিবিধ সহিংসতায় নিহত ৩৩ পরিবারকে নগদ অর্থ-সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

জাতীয় বিবিধ সহিংসতায় নিহত ৩৩ পরিবারকে নগদ অর্থ-সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে
ভারতেই হাসিনা, অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় দিতে পারবে না যুক্তরাজ্য!

কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ আরো ৩৩টি শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে শোকসন্তপ্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এসময় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয়।

নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

তাদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করে তিনি বলেন, ‘আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ।’

এ সাক্ষাতের আয়োজনের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

এসময় আরো ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সূত্র : ইউএনবি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD