স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার (২৫ জুলাই) ঘোষণা দিয়েছেন শুক্রবার থেকে ঢাকায় কারফিউ আরো শিথিল করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা, ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
বুধবার ও বৃহস্পতিবার ঢাকায় ৭ ঘণ্টা (সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) কারফিউ শিথিল ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা অন্যান্য জেলায় কারফিউ সময়সীমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশে শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত থেকে কারফিউ জারি করা হয়।
সূত্র : ভয়েস অব আমেরিকা
Designed by: Sylhet Host BD
Leave a Reply