চলমান সঙ্কটের সমাধান না হলে আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪ জুলাই) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘নানা ঘটনা প্রবাহের পর চলমান আন্দোলন সমাপ্তি হয়েছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, না, আন্দোলন শেষ হয়নি, কখনো হয়নি, অতীতেও হয়নি। আপনি যদি অতীতের ইতিহাস দেখেন, পাকিস্তান আমলের ইতিহাস দেখেন, সেখানেও দেখবেন বহুবার আন্দোলন এসেছে, আন্দোলন একপর্যায়ে হয়ত সেটা স্তিমিত হয়েছে তারপরে কিন্তু আন্দোলন আরো বেগবান হয়েছে।
এবারকার আন্দোলন তো একটা ‘আইওপেনার’। এবারকার আন্দোলনে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনারা নিজেরাও অনেক রিপোর্ট করেছেন। এক বাচ্চা ছেলে ১৫/১৬ বছরের বয়স, সে তার মায়ের কাছে বলে এসেছে ‘মা আমি আন্দোলনে যাবো, সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, ওদের সাথে আমাদের যেতে হবে।’
Designed by: Sylhet Host BD
Leave a Reply