1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের এসপি এসএম মুরাদ আলি - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

নবীগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের এসপি এসএম মুরাদ আলি

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে
নবীগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের এসপি এস এম মুরাদ আলি
বন্যার্তদের মাঝে এসপি এস এম মুরাদ আলি ত্রাণ ও খাবার বণ্ঠন করছেন।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভাসহ উপজলার বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি। ২৭ জুন সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দশনায় ও নবীগঞ্জ থানা পুলিশের উদ্যােগে তৈরি খাবার বিতরণ করা হয় এবং পৌর এলাকার গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ করগাওঁ ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন।

এ সময় বন্যার্ত মানুষদের খোজঁখবর নেন। তিনি বর্ন্যাত মানুষদের ধর্য্যর সাথে প্রাকৃতিক দূর্যােগ মোকাবেলার আহবান জানিয় বলেন, মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকার বন্যার্তদের পাশে রয়েছেন। পুলিশ আপনাদর পাশে আছ। পরে তিনি পুলিশের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র গুলোতে বন্যার্তদের মাঝে দুপুরের রান্না করা খাবার নিজ হাতে পরিবেশন করেছেন। পুলিশ সুপার এসএম মুরাদ আলি গয়াহরি প্রাইমারী স্কুলে বাশেঁর সাকু দিয়ে বন্যা আশ্রয় কন্দ্রে যান।

এবং প্রথম নবীগঞ্জ পৌরসভার গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র বন্যার্তদের মধ্য তৈরি খাবার বিতরণ করেন। পরবর্তিতে দুপুর ২ ঘটিকায় পুলিশ সুপার মুরাদ আলী সহ অফিসারবৃন্দ করগাঁও ইউনিয়নের টুকের বাজার নৌকা ঘাট থেকে নৌকায় করে নবীগঞ্জ উপজলার ৭নং করগাঁও ইউনিয়নের অবহেলিত এলাকা সর্দারপুর লক্ষীপুর ও শেরপুর এলাকার শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্য তৈরি খাবার বিতরন করেন।

খাবার বিতরনের সময় অসহায় বন্যাকবলিত মানুষগুলো খাবারের জন্য হুমড়ি খেয়ে পড়ে। এ সময় অন্যাদর মাঝে সার্কেল এসপি আবুল খয়ের, ওসি ডালিম আহমদ, ডিবি ওসি মাঃ শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হাসেন, ওসি (অপারশন) আব্দুল কাইয়ুম, সেকেন্ড অফিসার স্বপন সরকার সাংবাদিক ও পুলিশর কর্মকর্তাবৃদ সাথে ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD