ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়নার ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের আজকের এই দিনে ফ্রান্সে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস। মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও তিনি শুধু ব্রিটিশ জনগণের কাছেই নয় সারা বিশ্বের লক্ষ লক্ষ মনেুষের মাঝে তার স্মৃতি অম্লান হয়ে আছে।
১৯৮১ সালে ব্রিটেনের ভবিষ্যৎ রাজা প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ে ছিল বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। বিয়ের পর থেকে সবসময়ই এই রাজকুমারী ছিলেন ক্যামেরাবন্দী। যেখানেই যেতেন ক্যামেরা কখনো তার পিছু ছাড়েনি। হোক সে সন্তানের জন্ম কিংবা জনকল্যাণে চ্যারিটির কাজে। রাজপরিবারের প্রথা ভেঙে মিশতেন সবার সঙ্গে।
বর্ণাঢ্য রাজকীয় জীবন কাটালেও স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে ছিলো মনোমালিন্য, ১৯৯৬ সালে প্রিন্স চাল্সের সাথে বিচ্ছেদ হয়ে যায় তার । থাকতেন খুবই নিঃসঙ্গ। তাই বেপরোয়া জীবনযাপনে জড়িয়ে জন্ম দেন বিতর্কের। ১৯৯৭ সালে হেরডস-এর মালিক ধনাট্য মিশরীয় বংশদ্ভোত বন্ধু দোদি আল ফায়েদকে নিয়ে ফ্রান্সে বেড়াতে গিয়ে প্যারিসের পোন্ত দ্য ল্য-অ্যালমা টানেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেন প্রিন্সেস।
তার মৃত্যুর খবর মুহুর্তে স্তব্ধ করে দেয় গোটা দুনিয়াকে ।আজ তার মৃত্যুর ২৫ তম বার্ষিকী। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসের গভীর কষ্টের দিন। দিনটিকে এখনো স্বাভাবিকভাবে মেনে নেননি ব্রিটেনের জনগণ। আজও তিনি রয়েছেন মানুষের মণিকোঠায়।
সবার মনে এখনো বেঁচে আছেন, অপূর্ব-সুন্দরী আর হাস্যজ্জল প্রিন্সেস অব ওয়েলস হিসেবেই। প্রতি বছরের মতো এবারও দিনটিতে ডায়নার সমাধি আর তার কেনসিংটন প্যালেসের বাসায় ফুলেল শ্রদ্ধা জানান শত শত ভক্ত।
Designed by: Sylhet Host BD
Leave a Reply