1. sm.khakon@gmail.com : bkantho :
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

স্বামীর সঙ্গে নতুন ছবি দিয়ে সোহিনী লিখলেন, ‘আগলে রাখব’

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

টলিউডের জনপ্রিয় গায়ক-গায়িকার বিয়ে হয়ে গেছে সোমবার। বলছি শোভন-সোহিনীর কথা। শ্বশুরবাড়িতে হয়ে গেল বউভাত। সেই আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জনপ্রিয় এই নায়িকা। স্বামী শোভনকে দিলেন আগলে রাখার বিশেষ বার্তা।

সোমবার দক্ষিণ ২৪ পরগনার এক রাজবাড়িতে বসে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের আসর। সেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। আইনি বিয়ে-সিঁদুরদান-মালাবদল সেরেছেন বহুল আলোচিত এই যুগল।

এরপর ঘরোয়া বউভাতের আয়োজন হয়েছে শোভনের বাড়িতে। বউভাতের অনুষ্ঠানে সোহিনী পরেছেন গোলাপি রঙের বেনারসি শাড়ি। মাথাভরা সিঁদুর। শাড়ির সঙ্গে সোনার গয়নায় সাবেকি সাজে অনন্য নববধূ। সোহিনীর সাজ দেখে উচ্ছ্বসিত ভক্তরাও।
বউভাতের ছবিগুলো দেখে স্পষ্ট যে স্বামীকে ভালোবাসার অটুট বন্ধনে আগলে রাখতে চান স্ত্রী সোহিনী। শোভনের হাতে হাত রেখে ছবি তুলেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আগলে রাখব, যত্নে থাকব’।

বিয়ের ঠিক এক বছর আগেই প্রথম দেখা শোভন-সোহিনীর। তাই তো বিয়ের দিন অভিনেত্রী লিখেছিলেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সঙ্গে একই ঘরে।’ তাঁদের বিয়েতে পরিচিত মুখ হিসেবে দেখা গেছে সৌরভ দাস, দর্শনা বণিক, অলিভিয়া সরকার, উষসী চক্রবর্তীসহ বেশ কয়েকজনকে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD