1. sm.khakon@gmail.com : bkantho :
ইসরাইলের ভেতরে ও আছে হামাসের সুড়ঙ্গ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

ইসরাইলের ভেতরে ও আছে হামাসের সুড়ঙ্গ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সুড়ঙ্গ ইসরাইলের ভেতরেও আছে বলে দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ।

তিনি বলেন, গাজা উপত্যকার উত্তর অংশের নিচে ৪০০ কিলোমিটার পর্যন্ত হামাসের সুড়ঙ্গ রয়েছে। ওই সুড়ঙ্গের প্রবেশপথ ইসরাইলের ভেতরেও রয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি বলেছেন যে ‘যানবাহন ও মোটরসাইকেলগুলো ওই সুড়ঙ্গের মধ্য দিয়েও যেতে পারে।’

তেহরানে নাগরিক প্রতিরক্ষাবিষয়ক একটি সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

বাঘেরি বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী গাজায় পূর্ণ মাত্রায় স্থল আক্রমণ শুরু করার জন্য অপেক্ষা করেছে। কারণ তারা জানে যে এই ধরনের অভিযান ‘আরেকটি পরাজয়’ চিহ্নিত করবে।

ইসরাইল ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল, তাদের সীমান্তের নিচের খনন শনাক্ত করার ক্ষমতা রয়েছে। তবে গত ৭ অক্টোবর বুঝা গেছে, সীমান্ত সীমার উপরিভাগের সমস্যাগুলোই শনাক্তের ক্ষেত্রে ঘাটতি রয়েছে।

এদিকে ২০১৪ সালে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের সময় হামাস যোদ্ধারা সীমান্ত সুড়ঙ্গ ব্যবহার করে বেশ কয়েকটি হামলা চালিয়েছিল।

সূত্র : টাইমস অফ ইসরাইল

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD