1. sm.khakon@gmail.com : bkantho :
মুনিরা পারভিনের মাতা শাহানা সুলতানা’র মৃত্যুতে যুক্তরাজ্য  নির্মুল কমিটির শোক - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

মুনিরা পারভিনের মাতা শাহানা সুলতানা’র মৃত্যুতে যুক্তরাজ্য  নির্মুল কমিটির শোক

মতিয়ার চৌধুরী
  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সেক্রেটারী বাচিক শিল্পি ও নিউজ প্রেজেন্টার মুনিরা পারভীনের মাতা এবং  বিশিষ্ট শিক্ষাবিদ শওকত আলীর সহধর্মিনী শাহানা সুলতানা’র মৃত্যুতে  একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ  শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নির্মুল কমিটির প্রেসিডেন্ট সৈয়দ আনাছ পাশা-সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট নিলুফা ইয়াসমিন হাসান, ভাইস প্রেসিডেন্ট জামাল আহমদ খান, সেক্রেটারী স্মৃতি আজাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, যুগ্মসম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, জুয়েল রাজ আন্জুমান আরা আঞ্জু. সাবেক সভাপতি নূরুদ্দিন আহমদ, সৈয়দ এনামুল ইসলাম, জোৎস্না পারভিন, নাজমা রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি

সর্বইউরোপীয় শাখার সেক্রেটারী আনসার আহমেদ উল্লাহ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, শাহানা সুলতানা গত ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে এগারোটায়  হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীতে ইন্তেকাল করেন। (ইন্না.. লিল্লাহি.. ওয়া ইন্নাহ.. ইলাইহি.. রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্বামী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক সুপারিনটেনডেন্ট, শিক্ষাবিদ মোঃ শওকত আলীর সহধর্মিনী সিলেট নগরীর পশ্চিম সুবিদবাজার লাভলী রোডে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজে জানাজা শেষে মাজার সংলগ্ন গোরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজার নামাজে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD