সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুজারত্নম বিপুল জয় পেয়ে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ৬৬ বছর বয়স্ক এই সাবেক সিনিয়র মন্ত্রী ৭০.৪ ভাগ (১,৭৪৬,৪২৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী চীনা বংশোদ্ভূত নগ কক সং ও তান কিন লিয়ান যথাক্রমে ১৫.৭২ ও ১৩.৮৮ ভাগ ভোট পেয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
থারমান বর্তমান প্রেসিডেন্ট মাদাম হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হচ্ছেন। হালিমা ছিলেন দেশটির অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট। তার মেয়ার শেষ হচ্ছে ১৩ সেপ্টেম্বর।
সিঙ্গাপুরে অতীতে আরো দুজন ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট ছিলেন। ২০০৯ সালে আর এস নাথান প্রেসিডেন্ট হয়েছিলেন বেনিয়ামিন শেয়ারেসকে পরাজিত করে।
আর বেভান নায়ার ১৯৮১ সালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি ১৯৮৫ সালে পদত্যাগ করেন।
সূত্র : সিয়াসত
Designed by: Sylhet Host BD
Leave a Reply