1. sm.khakon@gmail.com : bkantho :
শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

ডেস্ক নিউজ
  • বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল
শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল। ছবিঃ সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। তবে এ ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সাথে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে। আগামীকাল মুহররমের ছুটি থাকবে। রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

এ সময় আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে অনেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে থাকেন। এই সরকারের সময়ে শিক্ষকদের কোনো দাবি আদায়ে আন্দোলন করতে হয় না।

আমরা দুটি কমিটি করে দেব, তারা এসব বিষয় নিয়ে গবেষণা করবে বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD