1. sm.khakon@gmail.com : bkantho :
তরুণদের সাথে পাল্লা, শরীরের ওপর অত্যাচারেই অসুস্থ ম্যাডোনা! - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

তরুণদের সাথে পাল্লা, শরীরের ওপর অত্যাচারেই অসুস্থ ম্যাডোনা!

ডেস্ক নিউজ
  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে
তরুণদের সাথে পাল্লা, শরীরের ওপর অত্যাচারেই অসুস্থ ম্যাডোনা!
তরুণদের সাথে পাল্লা, শরীরের ওপর অত্যাচারেই অসুস্থ ম্যাডোনা! ছবিঃ সংগৃহীত

জীবাণু সংক্রমণের জেরে অসুস্থ হয়ে সপ্তাহখানেক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পপ তারকা ম্যাডোনা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেরে বাড়ি ফিরলেও সুস্থ হয়ে ওঠার কোনো লক্ষণ নেই তার মধ্যে। নাগাড়ে বমি করেই চলেছেন পপ তারকা।

মাঝেমাঝেই নাকি সংজ্ঞাও হারাচ্ছেন তিনি। সুস্থ হয়ে ওঠা তো অনেক দূর, মাঝেমধ্যেই নাকি আরো অবনতি হচ্ছে তার শারীরিক অবস্থার। অনেকেই মনে করছেন, তরুণ তারকাদের সাথে পাল্লা দিতে গিয়ে নিজের শরীরের উপর মাত্রাতিরিক্ত অত্যাচার করেছেন ম্যাডোনা। টেলর সুইফট, পিঙ্কের মতো তার থেকে কম বয়সী তারকারা যেভাবে মঞ্চ কাপাচ্ছেন, তাদের টেক্কা দেয়ার মানসিকতা নিয়েই প্রস্তুতি নিচ্ছিলেন ৬৪-এর ম্যাডোনা। তার ফলেই ঘটেছে এত বড় বিপত্তি বলে মনে করছেন চিকিৎসকরা।

নারীদের ক্ষেত্রে ৫০ পেরিয়ে গেলে স্বাস্থ্য নিয়ে বেশি সতর্ক থাকতে বলেন চিকিৎসকেরা। এই বয়সে শরীরে হরমোনের ওঠানামা শুরু হয়। ফলে নারীদের শরীরে বিভিন্ন রকম বদল আসে। ৫০-এর পর শরীর চাঙ্গা রাখতে কী কী করবেন মহিলারা?

১) বয়স ৫০ পেরিয়ে যাওয়া মানেই শরীরচর্চার সাথে আপস করলে চলবে না। তবে এই বয়সে ভারী শরীরচর্চা করলে কিন্তু বিপদ হতে পারে। শরীরচর্চার আগে ফিটনেসবিদের পরামর্শ অবশ্যই নিতে হবে।

২) এই বয়সে খুব কঠোর ডায়েট করলে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে সে ক্ষেত্রে পুষ্টিবিদের পরামর্শ নিন। তিনিই বলে দিতে পারেন কিভাবে খাবার খেলে আপনার ওজন বশে থাকবে আর শরীরের ক্ষতিও হবে না।

৩) ৫০ পেরিয়ে গেলে নারীদের হাড় ক্ষয় হতে শুরু করে। এর থেকেই শুরু হয় বাতের সমস্যা। এই সমস্যা ঠেকাতে ক্যালশিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ডায়েটে বেশি করে রাখতে হবে। হাঁটাহাঁটি করতে হবে। স্টেরয়েড, রক্ত তরল রাখার ওষুধ বা থাইরয়েডের ওষুধ অস্টিয়োপোরোসিসের আশঙ্কা বাড়ায়। হয়তো থাইরয়েড না মেপেই অনেক দিন ধরে আন্দাজে ওষুধ খেয়ে যাচ্ছেন। এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক করে দেয়া হয়।

৪) ঋতুবন্ধের পর অনেক নারীর ইউরিনারি ইনকন্টিনেন্স হয়। এতে প্রস্রাব আটকে রাখতে পারে না। তার জন্য কিছু ব্যায়াম জেনে রাখা প্রয়োজন। উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস বা হার্টের নানা সমস্যা এড়াতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে বলা হয়। তা ছাড়া, ৫০-এর পরে মেয়েদের জরায়ু, ডিম্বাশয়, স্তন, শ্রোণিদেশে ক্যানসারের আশঙ্কাও বেশি হয়। তাই এই সময়ে শরীরে কিছু অস্বাভিক পরিবর্তন দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৫) এ সময়ে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য বাজার চলতি স্টেরয়েডের উপর ভরসা না রেখে ডায়েটে বেশি করে ভিটামিন ই ও ভিটামিন এ সমৃদ্ধ খাবার রাখুন। লেবু, মুসাম্বি, আমলকি, টম্যাটো, ব্রকোলি, পালংশাকের মতো খাবার বেশি করে খান। খাবারে লবণ ও চিনির ব্যবহার কমিয়ে দিন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD