1. sm.khakon@gmail.com : bkantho :
সাইপ্রাসে চাষের জমি রক্ষা করে চলেছে পেঁচা! - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

সাইপ্রাসে চাষের জমি রক্ষা করে চলেছে পেঁচা!

ডেস্ক নিউজ
  • মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
সাইপ্রাসে চাষের জমি রক্ষা করে চলেছে পেঁচা!
ছবিঃ সংগৃহীত

চাষের জমি রক্ষার দায়িত্বে পেঁচা! কিছু দিন ধরে সমাজমাধ্যম জুড়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে সাইপ্রাসের এই বিরল উদাহরণ।

একসময়ে ইঁদুরের তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত হতো সাইপ্রাসের কৃষকদের। সবচেয়ে সমস্যায় পড়তে হতো তাদের, যাদের জমির বিস্তার রয়েছে রিপাবলিক অব সাইপ্রাস এবং রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত। সব সময়ে সীমান্ত পেরিয়ে জমির ঠিক মতো দেখাশোনা করতে পারতেন না তারা। এ দিকে ইঁদুর এসে নষ্ট করে যেত ফসলের এক বিরাট অংশ।

এই সমস্যার মোকাবেলা করতে এগিয়ে আসে ‘বার্ডলাইফ’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। দুই সীমান্তের মধ্যবর্তী ওই এলাকায় বিভিন্ন গাছের ডালে পেঁচাদের থাকার মতো প্রায় ৫০টি কাঠের বাক্স বসায় তারা। একইসাথে কৃষকদের ইঁদুর মারার বিষের ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়। বদলে ইঁদুর নিয়ন্ত্রণে রাখার দায়িত্বটি পেঁচাদের উপরেই ছেড়ে দেয়ার আর্জি জানায় কর্তৃপক্ষ।

প্রায় এক দশক ধরে চলছে এই অভিযান। যার ভিত্তিতে বার্ডলাইফেরই করা এক সমীক্ষায় উঠে এসেছে, বছরে কম করে হলেও পাঁচ হাজার ইঁদুর মারে ওই অঞ্চলে চাষের জমির আশপাশে বাসা বাঁধা পেঁচারা। বিশেষত ‘বার্ন’ প্রজাতির পেঁচাদেরই দেখা মেলে সেখানে। গোটা ইউরোপজুড়ে যাদের সংখ্যা কমে আসায় এক সময়ে চিন্তায় পড়েছিলেন পরিবেশবিদেরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD