1. sm.khakon@gmail.com : bkantho :
লন্ডনে আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী ক্যাম্পেইন কমিটির সংবাদ সম্মেলন - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

লন্ডনে আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী ক্যাম্পেইন কমিটির সংবাদ সম্মেলন

মতিয়ার চৌধুরী
  • শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
লন্ডনে আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী ক্যাম্পেইন কমিটির সংবাদ সম্মেলন

আনোয়ারুজ্জামান চৌধুরী শুধু আওয়ামীলীগের মনোনীত প্রার্থীই নন, তিনি দলমত নির্বিশেষে সকল প্রবাসীদের প্রতিনিধিও। আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটিতে মেয়র চৌধুরী নির্বাচিত হলে প্রবাসীদের আশা আকাঙ্খার প্রতিফল ঘটবে।

২৮ এপ্রিল বিকেলে পূর্বলন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাবে  ক্যাম্পেইন কমিটির  সদস্য আবু হোসেনের সভাপতিত্বে ও জামাল আহমদ খানের সঞ্চালনায়  লিখিত বক্তব্য পাঠ করেন  সেলিম আহমদ খান। বাংলাদেশ থেকে স্কাইপে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন  সকলের পরামর্শ  নিয়ে অচিরেই নির্বাচনী ইশতেহার ঘোষনা করা হবে। তিনি বলেন আমি স্কুলজীবন থেকে জাতির জনকের আদর্শের রাজনীতি করে আসছি, আর একারণেই নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন।

তিনি বলেন আমি দেশ এবং সিলেটের উন্নয়নের লক্ষ্যে কাজ করছি , নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকব। তিনি বলেন সিলেটে আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগ ও অঙ্গসংগঠরে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করছেন।

তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচনকে সামনে রেখে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে কাজ করতে  লন্ডন থেকে হাজার খানেক নেতা কর্মি দেশে যাচ্চেন। সংবাদ সম্মেলনে সকলকে দেশে আত্মীয় স্বজনদের সাথে ফোনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে  আনোয়ারোজ্জামান চৌধুরীর পক্ষে কাজ করার প্রত্যয় জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান, ফারুক, যুগ্মসম্পাদাক মারুফ চৌধুরী, নইমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক  আ.শ.ম মিসবাহ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক সৈয়দ নাহাশ পাশা,সাংবাদিক নজরুল ইসলাম বাসন, আব্দুল করিম গণী প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD