1. sm.khakon@gmail.com : bkantho :
সিলটি ফুড়ি : জান্নাত আরা খান পান্না - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

সিলটি ফুড়ি : জান্নাত আরা খান পান্না

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে
সিলটি ফুড়ি
আমি অইলাম সিলটি ফুড়ি
বিয়ানীবাজার বাফর বাড়ি
সুবিদ বাজার জনম লইছি
হুরু থাকি বড় অইছি।
ওখানউ আমার জনম মাটি
নাড়ি আম্মায় থইছইন পুঁতি।
খান সাবর ছোট ফুড়ি,
বেশি মায়ায় বড় অইছি
দশ ভাই বইনর ছোট করি।
যখন আছিল হুরু বালা
পড়াত বড় আসলাম ভালা,
নষ্ট অইছি বড় অইয়া,
হখলে বেশি মায়া খরিয়া
দিছইন মাথা নষ্ট খরি।
কোনমতে পড়ালেখা শেষ খরি
আবদুল হক স্মৃতি কলেজ
ও মাস্টরি ধরি।
বিয়া অইছে বছর কুড়ি,
হবিগঞ্জ হউর বাড়ি
হউর নাই আছইন হরি
তিন বাইচ্চা অইছইন কুল জুড়ি
ঘর ও আছইন হরি,
তারার বাফ, আর তিন ফুড়ি।
থাকি ঈদগাহ ভাড়া বাড়ি
দোয়া করবা হখলে মিলি
ফুড়িগুন্তরে মানুষ করি
যেন দুনিয়া ছাড়ি,
যাইতাম পারি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD