গেল বৃহস্প্রতিবার ৯ ফেব্রেুয়ারী ২০২৩ বাংলাদেশি ওয়াকার্স কাউন্সিল যুক্তরাজ্যের উদ্যোগে “বাংলাদেশের বর্তমান শ্রমিক আন্দোলন‘‘ এর সমস্যা এবং সম্ভাবনা” শীর্ষক এক ভার্চুয়্যাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লন্ডন সময় দুপুর দুইটা ও বাংলাদেশ সময় রাত আটঘটিকায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার বিন আলী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুশান্ত দাস প্রশান্ত।
সভায় বক্তব্য রাখেন বামপন্থী এক্টিভিস্ট এবং লেখক অধ্যাপক আনু মুহাম্মদ,ব্রিটেনের ট্রেড ইউনিয়নের নেতা এবং “লিবারেশন”এর সাধারণ সম্পাদক রজার ম্যাকেঞ্জি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম,বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জলি তালুকদার, চা শ্রমিকদের দশ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক এস এম শুভ, বাংলাদেশি ওয়াকার্স কাউন্সিল যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক বাবলু খন্দকার, সিপিবি যুক্তরাজ্য-ইউরোপের সাধারণ সম্পাদক নিসার আহমেদ প্রমুখ।
এছাড়াও যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,ইউরোপ,কানাডা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যুক্ত হন ভার্চুয়্যাল এই আলোচনায় । সভায় বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি অবদান রাখেন এবং ত্যাগ স্বীকার করেন দেশের শ্রমিক এবং কৃষক সমাজ। কিন্তু আজকে তাঁরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত এবং বঞ্চিত। বাংলাদেশের শ্রমিকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করেও বেঁচে থাকার নূন্যতম মজুরি পায় না।
কাজের জায়গাগুলো খুবই অনিরাপদ। শ্রমিকদের পক্ষে কোন জোরালো শ্রম আইন নেই বা থাকলেও তার বাস্তবায়ন নেই। বিভিন্ন সেক্টরের শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগঠিত করতে পারলে এবং জাতীয় পর্যায়ে নূন্যতম ন্যায্য মজুরির আন্দোলন ঐক্যবদ্ধ ভাবে সংগঠিত করতে পারলে শ্রমিকরা দাবিদাওয়া আদায় করতে পারবে বলে বক্তরা মত প্রকাশ করেন। বাংলাদেশের শ্রমিক নেতারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের আন্দোলনের পক্ষে সংহতি গড়ে তোলার জন্য প্রবাসিদের প্রতি আহ্বান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply