নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মহান মুক্তিযুদ্ধের অকতোভয় লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র দাশ পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৫ ছেলে,৩ মেয়ে,স্ত্রী,নাতি নাতনীসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ জানান,তার পিতা মুক্তিযোদ্ধা গোপেশ দাশ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি অসুস্থবস্থায় ৫ ফেব্রুয়ারী রবিবার রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে স্থানীয় মাঠে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
পরে স্থানীয় শশ্মানঘাঠে তাকে দাহ করা হয়। বীরমুক্তি গোপেশ চন্দ্র দাশের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর টৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
Leave a Reply