1. sm.khakon@gmail.com : bkantho :
লন্ডনে ‘স্ব-চিন্তা’ দ্বিতীয় সংখ্যার মোড়ক উম্মোচন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

লন্ডনে ‘স্ব-চিন্তা’ দ্বিতীয় সংখ্যার মোড়ক উম্মোচন

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
লন্ডনে ‘স্ব-চিন্তা’ দ্বিতীয় সংখ্যার মোড়ক উম্মোচন

২৯জানুয়ারি রবিবার বেলা দুই ঘটিকায় লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দি সোসাইটি অব বাঙালি রাইটার্স ইউকের প্রকাশনা ‘স্ব-চিন্তা ‘ লিটল ম্যাগাজিন দ্বিতীয় সংখ্যার মোড়ক উম্মোচন ও ব্রিটেন সফররত ‘স্ব-চিন্তা’র মুদ্রক ও পরিবেশক সংস্থা বাসিয়া প্রকাশনীর সত্ত্বাধিকারী মোহাম্মদ নওয়াব আলীর সাথে মত বিনিময় সভা।

‘স্ব-চিন্তা’র  উপদেষ্টা সম্পাদক লেখক এ কে এম জিল্লুল হকের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের উপস্থাপনায় অনুষ্ঠিত এই সভায়   স্বাগত বক্তব্য রাখেন ‘স্ব-চিন্তা’র  সম্পাদক কবি ও গবেষক সৈয়দ মাসুম।

সভায় উপস্থিত অতিথিরা বর্তমান ইলেক্ট্রনিক মিডিয়ার জগতে প্রিন্ট ভার্সনে প্রকাশিত লিটলম্যাগ ‘স্ব-চিন্তা’ একটি চ্যালেঞ্জিং কাজ হিসাবে উল্লেখ করেন। ‘স্ব-চিন্তা’র প্রথম সংখ্যা ব্রিটেনের সীমানা ছাড়িয়ে বাংলাদেশসহ বহির্বিশ্বের বাংলাভাষীদের নিকট যে সমাদৃত হয়েছে ও দ্রুত কমসময়ের মধ্যে লেখক আর পাঠকদের নিকট এক বিশেষ স্থান অর্জনে সক্ষম হয়েছে তার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি ‘স্ব-চিন্তা’ কেন্দ্রিক লেখক ও এর পাঠকদের নিয়ে গঠিত ভিন্নধর্মী সংগঠন  দি সোসাইটি ও বাঙালি রাইটার্স ইউকের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রেটব্রিটেনের অন্যতম শীর্ষ বাঙালি কবি নুরুজ্জামান মনি, ,লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন ,টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন,  লেখক গবেষক ফারুক আহমেদ ,বিশিষ্ট টিভি উপস্থাপক ও সংবাদ পাঠক ডাক্তার জাকি রেজওয়ানা আনোয়ার ,সম্মিলিত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি ময়নুর রহমান বাবুল ,সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহ ,বার্মিংহাম সাহিত্য পরিষদের আহবায়ক কবি সৈয়দ ইকবাল ,বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট ফারুক যোশী,কবি হামিদ মোহাম্মদ ,কবি মোশাহিদ খান,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ,স্যান্ডওয়েল কালচারেল

সোসাইটি বার্মিংহামের জেনারেল সেক্রেটারি মশিউর রহমান মামুন ,লেখক গবেষক আনোয়ার শাহজাহান ,নতুনদিন পত্রিকার ডাইরেক্টর সাংবাদিক পলি রহমান, খান জামাল. কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী ,অধ্যক্ষ ফখরুদ্দিন চৌধুরী ,স্ব-চিন্তার নির্বাহী সম্পাদক সৈয়দ সোহেল আহমেদ ,উপস্থাপিকা কবি হাফসা ইসলাম,‘স্ব-চিন্তা’র ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক শেখ এম শামীম শাহেদ ,লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইসি মেম্বার কবি শাহ নাজ সুলতানা ,স্ব চিন্তার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ শায়েক ,কবি খালেদ সাইফুল্লাহ ,মোস্তাক আহমেদ ,হাসান কাওসার চৌধুরী শিপন,সৈয়দ নাজমুল ইসলাম লুকু ,কুতুব আলী,লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার সাংবাদিক এমরান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ‘স্ব-চিন্তা’র মুদ্রক ও পরিবেশক সংস্থা বাসিয়ার সত্ত্বাধিকারী লেখক নওয়াব আলীকে ফুল দিয়ে বরণ করে নেন স্ব-চিন্তার উপদেষ্টা সম্পাদক কবি ও গীতিকার লিয়াকত খান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD