1. sm.khakon@gmail.com : bkantho :
বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ ইউকের নির্বাচন সম্পন্ন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ ইউকের নির্বাচন সম্পন্ন

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ ইউকের নির্বাচন সম্পন্ন

ব্রিটেনে প্রবাসী বাঙ্গালীদের  বৃহত্তম সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে । গেল ১৭ জানুয়ারী মঙ্গলবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে  আয়োজিত দ্বিবার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আশিকুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আনসার এর পরিচালনায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী।

দ্বিতীয় পর্বে  অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ কমিউনিটি অধ্রাপক নেতা শাহগির বখত ফারুক, অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন সামী সানা উল্লাহ ও এম এ আজিজ চৌধুরী।  নির্বাচনে একটি মাত্র প্যানেল থাকায় সভাপতি জাহাঙ্গীর খান, সেক্রেটারী আহবাব হোসেন, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী সহ ৪১সদস্য কমিটির নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন চেয়ারা পার্সন জাহাঙ্গীর খান, সিনিয়র ভাইস চেয়ার আব্দুল বারী, ভাইস চেয়ার আয়শা চৌধুরী, আবু লেইছ, মো: মানিকুর রহমান,

মঈন উদ্দিন, পারভেজ কোরেশী, ফয়জুর রহমান, কাজী আরিফ, সেক্রেটারী সৈয়দ আহবাব হোসেন, জয়েন্ট সেক্রেটারী জাকির হোসেন, ড. সৈয়দ মাসুক আহমদ, জেইন মিয়া, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারী জয়নাল আবেদিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারী কাজী আব্দুল কুরাশ, মেম্বারসীপ সেক্রেটারী এম নুমান বিন মালিক, ইন্টারন্যাশনাল এপেয়ার্স সেক্রেটারী শাহ মুনিম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী মোস্তাক আলী বাবুল, জয়েন্ট প্রেস সেক্রেটারী এম আবু তারিক চৌধুরী, অফিস সেক্রেটারী মোহাম্মদ রুবিদ হোসেন, জয়েন্ট

অফিস সেক্রেটারী দেলোয়ার হোসেন খান, ওমেন সেক্রেটারী সেলিনা চৌধুরী, জয়েন্ট ওমেন সেক্রেটারী দিনা হোসেন,  কালর্চার সেক্রেটারী নুরুজ্জামান, রিলিজিয়াস সেক্রেটারী আনিসুর রহমান, লিগ্যাল সেক্রেটারী নিল মনি সিং, রিসার্চ এন্ড কমিউনিকেশন সেক্রেটারী দিলাল আহমদ, ইসি মেম্বার ইকবাল আহমদ, ফয়সল আহমদ, আশিকুর রহমান, ড. শামসুল হক চৌধুরী, নজরুল আহমদ, প্রতিম ঘোষ, নাজিম উদ্দিন।

নবগঠিত কমিটির চেয়ারপার্সন জাহাঙ্গির খান  বিগত কমিটির সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গিকার করেন  এবং অধিকার আদায়ে কাজ করতে কমিউনিটির সহযোগীতা কামনা করেন। বিশেষ করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র, ন্যাশনাল আইডি কার্ড প্রদান, প্রবাসীদের বিনিয়োগ, প্রবাসীদের সম্পত্তি রক্ষায় কাজ করে যাবে। একই সাথে ১৯৭১ সালে যে সকল প্রবাসী স্বাধীনতা সংগ্রামে অবদান রেখে ছিলেন তাদেরকে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রেতি দেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD