বিশ্ব মানবাধিকার দিবসে যুক্তরাজ্য আওয়ামীলীগ গতকাল ১০ ডিসেম্বর শনিবার দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সফররত সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
বিশ্ব মানবাধিকার ও বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থির ব্যাপক উন্নতি হয়েছে,এই সরকার ন্যায় বিচার, সাম্য, নারীর অধিকার ইত্যাদি বিষয়ে বেশ গুরুত্বপূর্ন বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহন করেছে। সরকারের জঙ্গি দমন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বিগত জামাত-বিএনপি জোট সরকারের পৃষ্টপোষকতায় দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটলেও বর্তমান সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি গ্রহন করায় বাংলাদেশে শান্তি ফিরে আসছে।
জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কয়েকটি দেশের আলোকে বর্তমান সরকারের জঙ্গিদমন নতুন আইন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,যুগ্মসাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, নুরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মোজাহিদ, কাওসার চৌধুরী,মাসুক ইবনে আনিস, আনসারুল হক,মেহের নিগার চৌধুরী, সৈয়দ ছুরুক আলী, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, জামাল খান, তামিম আহমদ, সরোয়ার কবির, সাহাদাত হোসেন জয় প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply