1. sm.khakon@gmail.com : bkantho :
ববি’র ভর্তি পরীক্ষায় পাসের হার ৩০.১৫ শতাংশ - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

ববি’র ভর্তি পরীক্ষায় পাসের হার ৩০.১৫ শতাংশ

Reporter Name
  • সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ১১৬ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে বিশ্ববিদ্যালয়ের ‘ক’, ‘খ’ ও ‘গ’ ইউনিটে গড় পাসের হার ৩০ দশমিক ১৫ শতাংশ।

রোববার (২৫ নভেম্বর) বিকেল ৫ টায় অনলাইনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারে ‘ক’ ইউনিটে পাসের হার ৩০দশমিক ৮৫শতাংশ, ‘খ’ ইউনিটের পাসের হার ২৮দশমিক ৩১শতাংশ ও ‘গ’ ইউনিটে পাসের হার ৩০ দশমিক ৬১শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, সিন্ডিকেট সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, ফলাফল প্রস্তুতকরণ ও তথ্যপ্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি শেরে-বাংলা হলের প্রভোস্ট মো. ইব্রাহীম মোল্লা, সাধারণ সম্পাদক ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া, বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, পরিচালকরা ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের দফতর প্রধানরা।

গত বছরের ন্যায় এ বছরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় বরিশাল বোর্ডের শিক্ষার্থীরাই শীর্ষে রয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD