1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির আয়োজনে অষ্টপ্রহরব্যাপী কীর্তন সফলে মতবিনিময় - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির আয়োজনে অষ্টপ্রহরব্যাপী কীর্তন সফলে মতবিনিময়

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে
নবীগঞ্জে রশময় শীলের স্নরন সভা অনুষ্টিত

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এবং ব্যবসায়ি শিবু পাল,গংগেশ পাল,শ্যামল পালের আয়োজনে প্রয়াত পিতা গুরু কুমার পাল জান্টু, মাতা অঞ্জলি রানী পাল ও পুর্বপুরুষদের বিদেহী আত্মার শান্তি কামনায় আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার কানাইপুর অঞ্জলি নিকেতনে অষ্টপ্রহরব্যাপী কীর্তিন সফলভাবে সম্পাদনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত শুক্রবার রাতে অনুষ্টিত হয়।

প্রানকৃষ্ণ পালের সভাপতিত্বে এবং উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ,জ্যোতিময় ভট্টাচার্য্য, সাবেক ইউপি সদস্য মোঃ ফরজ মিয়া, ইউপি সদস্য ইসমত মিয়া,নুরুল ইসলাম,মোঃ রহিম আলী,মোঃ কবির মিয়া,মোঃ মস্তান মিয়া,যশোদা গোপ,প্রনয় পাল,নেপাল পাল,দিপক পাল,দিলীপ গোপ, জীবন ভট্টাচার্য্য,নারায়ন পাল,অন্ত পাল,কৃপেশ কুড়ি,কৃপেশ পাল,অজয় পাল,লিক্সন পাল প্রমুখ।

সভায় আগামী ২৩ নভেম্বর অধিবাস ও অনুষ্ঠানের শুভ সুচনা,২৪ নভেম্বর বৃহস্পতিবার ব্রাম্ম মুহুর্ত হইতে অষ্টপ্রহরব্যাপী কীর্তিন এবং ২৫ নভেম্বর শুক্রবার দুপুরে দধিভান্ডের মাধ্যমে উৎসবের সমাপন সকল অনুষ্টানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD