1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
বেতন ও পেনশন দাবীতে ৩ দিনের ধর্মঘটে যাচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর কর্মচারিরা - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

বেতন ও পেনশন দাবীতে ৩ দিনের ধর্মঘটে যাচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর কর্মচারিরা

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে
বেতন ও পেনশন দাবীতে ৩ দিনের ধর্মঘটে যাচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর কর্মচারিরা

ব্রিটিশ বিশ্ববিদ্যালয় গুলোর ৭০ হাজার কর্মি   কাজের শর্ত বেতন  ও পেনশনের দাবীতে  চলতি মাসের শেষের দিকে ধর্মঘটে যাচ্ছে। ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন (ইউসিইউ) জানিয়েছে ২৪, ২৫ ও ৩০ নভেম্বর  সমগ্র ব্রিটেনে জুড়ে  ১৫০টি বিশ্ববিদ্যালয়ের কর্মীরা একযোগে এই ধর্মঘটে অংশ নেবে।

ইউসিইউর সাধারণ সম্পাদক জো গ্র্যাডি ইউনিয়নের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছেন ‘ব্রিটেন জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি এই প্রথম ধর্মঘটের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছে যা আগে কখনও দেখা যায়নি।’ গ্র্যাডি বলেন, ‘সত্তর হাজার কর্মী ধর্মঘটে অংশ নিয়ে পরিস্কার করে জানিয়ে দেবে তারা কম বেতন, পেনশনে কাটছাঁট  অনিরাপদ ও  অনিশ্চিত কাজ করতে রাজি নন।

এটি দরকষাকষির বিষয় নয় –পছন্দের ব্যাপার।  বিশ্ববিদ্যালয় গুলোর ভাইস-চ্যান্সেলররা নিজেদের জন্যে কয়েক হাজার পাউন্ড বেতন গ্রহণ করছেন অথচ কর্মচারিদের কম বেতনে এবং অনিরাপদ চুক্তিতে কাজে বাধ্য করা হচ্ছে, যা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। তারা কর্মীদের পেনশন কমিয়ে বিলিয়ন বিলিয়ন উদ্বৃত্ত গড়ছেন। এই  ধর্মঘটে বিদ্যালয়গুলোর ক্লাস এবং প্রায় ২.৫ মিলিয়ন শিক্ষার্থীর কোর্সে ব্যাঘাত ঘটবে।

ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে  নিয়োগকারীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ  করলে এবং দাবি মেনে নিলে এ বিঘ্ন এড়ানো সম্ভব। যদি তারা তা না করেন, তাহলে নতুন বছরে মার্কিং এবং মূল্যায়ন বয়কটের পাশাপাশি ধর্মঘট আরও বাড়বে।ইউনিয়ন জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে ৩ শতাংশ থেকে শুরু করে বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD