1. sm.khakon@gmail.com : bkantho :
বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইন্টারন্যাশনাল সম্মেলন ২০২২-২০২৩ - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইন্টারন্যাশনাল সম্মেলন ২০২২-২০২৩

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইন্টারন্যাশনাল সম্মেলন ২০২২-২০২৩

আগামী কাল ৭ই নভেম্বর সোমবার  বাংলাদেশ হিউম্যান রাইট কমিশনের ইন্টারন্যাশনাল সম্মেলন অনুষ্টিত হচ্ছে লন্ডনে। বাঙ্গালী অধ্যুসিত ইষ্টলন্ডনের মাইক্রো বিজনেন্স পার্কে সন্ধ্যে সাতটায় এসম্মেলনের আনুষ্টানিক উদ্বোধন করবেন  বিএইচআরসি‘র সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার।

যুক্তরাজ্য, ইংল্যান্ড এবং  লন্ডন শাখার যৌথ  আয়োজনে এই সম্মেলনে গ্রেটব্রিটেন, ইউরোপ এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্থ থেকে প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ইউরোপীয়ান প্রেসিডেন্ট মানবাধিকার নেতা সহিদুর রহমান সকলকে সম্মেলনস্থল ৫০বি গ্রেটারেক্স ষ্ট্রীট লন্ডন ই-১- ৫এনপিতে  যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। নিকটবর্তি আন্ডার গ্রাউন্ড ষ্টেশন হোয়াইট চ্যাপল ও অলগেইট ইষ্ট, বাস নং-২৫,২০৫, ২৫১।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD