ষ্টেশনে ফুল বিক্রি করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋসি সুনাক , গেল বৃহস্প্রতিবার ওয়েষ্টমিনিষ্টার আন্ডার গ্রাউন্ড ষ্টেশনে তাকে ফুল বিক্রি করতে দেখে অনেই অবাক।
এই সুযোগে অনেকেই প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলতে ব্যস্থ হয়ে পড়েন। গেল বৃহস্প্রতিবার সকাল আটটার দিকে তাঁকে পপি ফুল বিক্রি করতে দেয়া যায।
র্যয়াল ব্রিটিশ লিজিয়নের (আরবিএল) প্রচার ও তহবিল সংগ্রহের অংশ হিসেবে এই ফুল বিক্রি। প্রতিবছরই এভাবে তহবিলের জন্য অর্থ সংগ্রহ ও প্রচার করা হয়। ষ্টেশনে ফুল ব্রিক্রির সময় তার সাথে উচ্চ পদস্থ অনেকেই ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply