পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন আজ বৃহস্প্রতিবার পাঞ্জাব প্রদেশে গণতন্ত্রের দাবীতে মিছিল চলাকালে তার উপর গুলি চালানো হয়।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রতিবাদ মিছিল চলাকালীন তাকে বহনকারী কনটেইনার-মাউন্টেড ট্রাকে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালালে গুলি লেগে আহত হন ইমরান খান। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরের আল্লাহওয়ালা চকের কাছে ঘটনাটি ঘটে। জিও টিভির ফুটেজে দেখা গেছে ৭০ বছর বয়সী খান ডান পায়ে আঘাত পেয়েছেন।
হামলার সময় তিনি যে কন্টেইনারে চড়েছিলেন সেখান থেকে পুলিশ তাকে একটি বুলেট প্রুফ গাড়িতে নিয়ে যায়। চ্যানেলটি জানিয়েছে যে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং পুলিশ তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে যে খান ছাড়াও এহামলায় আরো আরো কয়েকজন আহত আহত হয়েছেন। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী সিনেটর ফয়সাল জাভেদও হামলায় আহত হয়েছেন বলে জনা গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply