1. sm.khakon@gmail.com : bkantho :
লন্ডনে অধ্যাপক আকন্জির সাথে যুক্তরাজ্যে প্রবাসী সুনামগন্জবাসীর মতবিনিময় - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

লন্ডনে অধ্যাপক আকন্জির সাথে যুক্তরাজ্যে প্রবাসী সুনামগন্জবাসীর মতবিনিময়

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
লন্ডনে অধ্যাপক আকন্জির সাথে যুক্তরাজ্যে প্রবাসী সুনামগন্জবাসীর মতবিনিময়

লন্ডন সফররত  সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট সরকারী  মুরারীচাঁদ (এমসি ) কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক হায়াতুল ইসলাম আকন্জির সাথে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সুনামগন্জবাসীর মতবিনিময়  মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১ েনভেম্বর, মঙ্গলবার বিকালে পূর্বলন্ডনের একটি রেষ্টুরেন্টে  ডক্টর হাসানাত এম হোসাইনের সভাপতিত্বে ও ডক্টর রোয়ার উদ্দীনের সঞ্চালনায়  মতবিনিময় সভায় বক্তব্য রাখেন —শান্তিগন্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশনের সভাপতি আবুল লেইছ, মির্জা আসহাব বেগ, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সুনামগন্জ সদর এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সফির উদ্দীন,

সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, মায়ারুনেন্নছা চৌধুরী, সুনামগন্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মশিউর রহমান শিলু, আবু তারেক চৌধুরী সাজু, আশিকুল হক, জামাল আহমেদ, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা বশির উদ্দীন, এমসি কলেজের সাবেক শিক্ষার্থী: ইন্জিনিয়ার হাবিবুর রহমান মিলিক, দরবেশ চৌধুরী, হাফিজ আহমেদ, আনোয়ার হোসেইন, শান্তিগন্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেইন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, ইকবাল হোসেইন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাঈদ ফাহিম ও মুহিবুর

রহমান রিপন প্রমূখ। শিক্ষাবিদ অধ্যাপক হায়াতুল ইসলাম আকন্জি বলেন- যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সুনামগন্জবাসীর মতবিনিময় সভায় এসে যে সম্মান আমি পেয়েছি তা আজীবন মনে থাকবে। আমি একজন কলেজ শিক্ষক, সাধারণ মানুষকে, আপনারা যে সম্মান-ভালোবাসা দেখিয়েছেন তা মাথা পেতে নিলাম। তিনি আরো বলেন – প্রবাসীরা বিদেশে রাষ্ট্রের এক একজন শুভেচ্ছা দূত। বিদেশে থেকে আপনারা সেই দায়িত্ব পালন করছেন।

কষ্ট করে উপার্জন করে টাকা দেশে পাঠাচ্ছেন, দেশের রেমিটেন্স বৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করছেন।তিনি আরো বলেন – যুক্তরাজ্য আমি পূর্বেও ভ্রমণ করেছি। এ ভ্রমণে আমার জ্ঞানার্জন হয়েছে বিশেষ করে যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাউন্নয়ন পদ্ধতি উপলব্দি করেছি। যা দেশে ফিরে সময় সুযোগে বাংলাদেশের শিক্ষাউন্নয়নে আমার সাধ্যমত কাজে লাগাবো।  মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড।

এই সুশিক্ষা যারা দেন তাঁরা হচ্ছেন আদর্শ শিক্ষক। একজন আদর্শ শিক্ষক সমাজের আলোর দিশারী। অধ্যাপক হায়াতুল ইসলাম আকন্জি তেমনি এই সমাজের একজন আলোকিত মানুষ, গুণীজন, আদর্শ শিক্ষক ও সমাজের দর্পণ।এ মতবিনিময় সভায় যুক্তরাজ্যে বসবাসরত তাঁর বহু ছাত্র/ছাত্রী  রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজকর্মী, সতীর্থ, শুভাকাঙখীরাও মতবিনিময়ে অংশ নেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD