1. sm.khakon@gmail.com : bkantho :
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু হত্যার দায়ে এক জনের মৃত্যুদন্ডের আদেশ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু হত্যার দায়ে এক জনের মৃত্যুদন্ডের আদেশ

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু হত্যার দায়ে এক জনের মৃত্যুদন্ডের আদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু সালাম আলীকে অপহরণের পর হত্যার দায়ে এক জনের মৃত্যু দ্বন্ডের আদেশ দিয়েছে আদালত। দ্বন্ডপ্রাপ্ত আমির চাঁন (২৮) শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। রায়ে একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। আদালতের পিপি এ্যাড: আব্দুর রহমান এ তথ্য জানান।

আদালত জানায়, ২০১৮ সালের ২ আগষ্ট বিকেলে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁন শিশু সালাম আলীসহ কয়েক শিশু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে প্রতিবেশি আমির চাঁন শিশু সালামকে কৌশলে তার বাড়িতে নিয়ে আটক করে রাখে।

এরপর শিশুটির পরিবারের কয়েকদফা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে।

এ দিকে শিশুটির স্বজনরা শিশু সালাম আলীর সন্ধান না পেয়ে ২০১৮ সালের ১১ আগষ্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ আমির চাঁনকে গ্রেফতার করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল লতিফের বাড়ির কুয়া থেকে সালাম আলীর লাশ উদ্ধার করা হয়। পরে আসামি আমির ঘটনার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে উল্লেখিত রায় প্রদান করেন আদালত।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD