যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গার্ডেন টাওয়ার ওউনার্স (মালিক) এনআরবি ফোরামের বিশেষ সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। নানা সমস্যায় জজরিত গার্ডেন টাওয়ারের বিষয় নিয়ে গত বুধবার রাতে ব্রিকলেনের একটি হলে এ সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিনিটি নেতা মুহাম্মদ গিয়াস আহমদ চৌধুরী।সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কমিনিটি এক্টটিভিস শাহ মুনিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহ আশরাফ ইসলাম,সাবেক সিবিক মেয়র ছয়ফুল আলম,বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন(বিসিএর) প্রেসিডেন্ট এম এ মুনিম ,আক্তার নিজামী,শেখ মফিজুর রহমান,দেলওয়ার হোসেন,নাজিম আহমেদ কাবেরী,হেলাল উদ্দিন,কাউন্সিলার ওসমান গনি,ইব্রাহিম মিয়া,ময়জুল ইসলাম শাহ জাহান,সামসুল আলম,হাবিজুর রহমান,আব্দুল হামিদ,মজরিছ আলী,বসির আলম আলী,নুরুন নেছা প্রমূখ।
সভায় বক্তারা গার্ডেন টাওয়ারের নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন,গত বছরের জুলাই থেকে ডেভলপমেন্ট কোম্পানি The Man & co Ltd (দি-ম্যান এন্ড কো লিঃ) এর অভ্যুদ্যেয়ের পর গার্ডেন টাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এক বছরের বেশী সময়ধরে সিলিন্ডার দিয়ে রান্নাসহ জরুরী কাজ চলারাচ্ছেন টাওয়ারের বাসিন্দারা। ,বিষয়টি নিয়ে বার বার কতৃপক্ষের সাথে যোগাযোগ করে কোন কোন সুরাহা হয়নি। বক্তারা জরুরী ভিত্তিতে গ্যাস সংযোগের দাবী জানান।
এছাড়াও গার্ডেন টাওয়ারের পানিতে রয়েছে আয়রণ। এই পানি ব্যবহারের অযোগ্য। এখানেই শেষ নয়,টাওয়ারে রয়েছে বিদ্যুদের সমস্যাও । ভুল তথ্য দিয়ে ফ্লাট বিক্রি, কাগজ পত্র ও সঠিক না থাকায় অনেকে ফ্লাট রেজিষ্টারী করতে পারছেননা, যারা রেজিট্যি করেছেন তারা নাজজারিও করতে পারছেনা। সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিংস ট্যাক্স গ্রহন না করায় তারা চিন্তিত রয়েছেন। বক্তারা বলেন,নিজের কষ্টের টাকায় ফ্লাট কিনে আমরা প্রতারিত হয়েছি ও বড় বিপদে আছি। এজন্য আমরা দেশে আর বিনিয়োগ করতে ভয় পাচ্ছি। অতিসত্বর বিষয় গুলো সমাধান না হলে তারা অন্য ভাবে পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও জানান। সভায় বৃটেনের রানী’র মৃত্যুতে সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা
Designed by: Sylhet Host BD
Leave a Reply