1. sm.khakon@gmail.com : bkantho :
রানীর কফিন বালমোরাল প্যালেস থেকে এডিনবারায় আনা হয়েছে - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

রানীর কফিন বালমোরাল প্যালেস থেকে এডিনবারায় আনা হয়েছে

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
রানীর কফিন বালমোরাল প্যালেস থেকে এডিনবারায় আনা হয়েছে

রানীর প্রতি সর্বসাধারনের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্যে রানীর কফিন বালমোরাল প্যালেস থেকে আনা হয়েছে স্কটল্যান্ডের রাজধানী এডিনবারায়।

রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনবাহি গাড়িবহর বালমোরাল প্যালেস থেকে ছয় ঘন্টার যাত্রা শেষে এডিনবারা পৌঁছেছে গতকাল বিকেল চারটায় । কফিনবাহী গাড়িটি যখন অ্যাবারডিন শায়ার থেকে হলিরুড হাউসের  দিকে যাত্রা করছিলো শত শত শোকার্ত মানুষ তখন রাস্তায় সারিবদ্ধ হয়ে শ্রদ্ধা জানাচ্ছিলো রানির প্রতি। এসময় পুরো রাস্তায় নেমে আসে নীরবতা।

সমবেত লোকজন  শবদেহবাহী গাড়ীর মিছিলটি পার হওয়ার জন্য তখন অপেক্ষা করছিল। রানীর শবদেহবাহী গাড়ীর মিছিল বালমোরাল প্যালেস থেকে স্থানীয় সময় সকাল ১০টায় রওয়ানা হয়ে গ্রামের পর গ্রাম  ও ছোট ছোট  শহরের মধ্য দিয়ে আবেরডিন-ডান্ডি হয়ে এডিনবরা পৌছে। এসময় ব্যালেটার, অ্যাবারডিনশায়ার ও বালমোরালের কাছে শোকার্তরা শবদেহবাহী গাড়িতে ও সামনের রাস্তায় ফুল  ছিটিয়ে রানীর প্রতি শ্রদ্ধা জানায়।

শত শত মানুষ এডিনবার্গের রয়্যাল মাইলে সারিবদ্ধভাবে তাদের শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিল । সোমবার ১৯ সেপ্টেম্বর তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে লন্ডনে নেওয়ার আগ পর্যন্ত রানীর কফিন এডিনবারার সেন্ট জাইলস ক্যাথেড্রালে নজরদারিতে থাকবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD