অবশেষে সারাদেশে তিন হাজার ৪৩৩টি ইবতেদায়ি মাদরাসার ১৫ হাজার শিক্ষককে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেছে সরকার। ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকরা এখন থেকে ১১তম গ্রেড স্কেলে ১২ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। অন্যদিকে, ১৬তম গ্রেডে সহকারী ও ইবতেদায়ি ক্বারি শিক্ষক ৯ হাজার ৩০০ টাকা বেতন পাবেন। তবে আগামী জুলাই থেকে এটি কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান গণমাধ্যমকে জানান, ‘ ইবতেদায়ি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি হলো বেতন বাড়ানো। বর্তমান সরকার মানবিক দিক বিবেচনা করে এ দাবি পূরণ করেছে। এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের জীবনমানের উন্নয়ন হবে।’
উল্লেখ্য, ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকরা বর্তমানে বেতন পান ২৫০০ টাকা। অন্যদিকে, সহকারী ও ক্বারি শিক্ষকরা বেতন পান ২৩০০ টাকা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply