1. sm.khakon@gmail.com : bkantho :
মিশিগানে মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

মিশিগানে মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

তুহিন চৌধুরী, মিশিগান,যুক্তরাষ্ট্র
  • শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে
মিশিগানে মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত। ছবিঃ বাংলা কণ্ঠ

যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট (এমসিসি) ২০২২ এর চ্যাম্পিয়ন শিপ ফাইনাল খেলা. গত ৪ সেপ্টেম্বর রবিবার ডেট্রয়েট লাস্কি মাঠে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেন, মিশিগান চিতাস ও বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ. ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা মূলক এই খেলায় বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ কে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মিশিগান চিতাস.মেঘলা আকাশ।

গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ২০ ওভারের স্থলে ১০ ওভারে খেলা সম্পন্ন করা হয়. খেলায় মিশিগান চিতাস ১০ ওভারে ৮ উইকেটে ৯২ রান এবং বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ নির্ধারিত ১০ ওভারেই ৮ উইকেটে ৬৬ রান করে. তন্মধ্যে ব্যাট্সম্যান হন তৌকির খান. ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মোঃ ফরহাদ রেজা।

সেরা বোলার হয়েছেন মুফাছর আলী. খেলা শেষে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে মিশিগান চিতাস তারকা খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন এমসিসি’র কর্মকর্তাগণ।

এছাড়াও রানার্স আপ টিম বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ এবং প্রত্যেক খেলোয়াড়দের হাতেও আলাদা আলাদা ট্রফি তুলে দেয়া হয়।

উল্লেখ্য, পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে একমাত্র দর্শক নন্দিত স্বীকৃত প্রাপ্ত সংস্থা হিসেবে পরিচিত মোটর সিটি কতৃক উক্ত টুর্নামেন্টে খেলতে এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইমরুল কায়েস, নাসির সহ উদীয়মান সেরা ১২ খেলোয়াড় যুক্তরাষ্ট্রের মিশিগানে আসেন।

গত ১ সেপ্টেম্বর থেকে বহু প্রত্যাশিত এই টুর্নামেন্ট শুরু হয়. ডেট্রয়েট শহরের ৪ টি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়. আর তাতে অংশ নেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, আরিফুল হক, সোহরাওয়ার্দী শুভ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, তাপস বৈশ্য, ইলিয়াস সানী, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র।

এদিকে এবারের টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল গুলো ছিল, এশিয়া ইউনাইটেড, মোটর সিটি ইউনাইটেড, ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, লন্ডন রাইডার্স, মিশিগান চিতাস, জর্জিয়া টাইগার্স, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ, টার্মিনেটরস।

এবারের খেলার পুরস্কার হিসেবে প্রাইজ মানি ধরা হয়েছিল ৫৫ হাজার ডলার. খেলায় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সংগঠক মোশারফ চৌধুরী লিটু ও সাধারণ সম্পাদক তায়েফুর রহমান বাবু,সেলিম আহমেদ,জুয়েল হুদা সহ কর্মকর্তাগণ. প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন, নাজিয়া জাহান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD