1. sm.khakon@gmail.com : bkantho :
আমেরিকানদের সাথে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্য যুক্তরাষ্ট্রে আকর্ষণীয় ২১তম পথমেলা অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

আমেরিকানদের সাথে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্য যুক্তরাষ্ট্রে আকর্ষণীয় ২১তম পথমেলা অনুষ্ঠিত

তুহিন চৌধুরী, মিশিগান (যুক্তরাষ্ট্র)
  • বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
আমেরিকানদের সাথে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্য যুক্তরাষ্ট্রে আকর্ষণীয় ২১তম পথমেলা অনুষ্ঠিত

হাজার হাজার কর্মক্লান্ত ও মেলা-সংগীত প্রেমিক উৎফুল্ল প্রবাসী বাংলাদেশী নারী পুরুষ, শিশু আর আমেরিকান ইয়েমেনিদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের হেমট্রামিকের রাজপথে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিন ব্যাপী জমকালো ২১তম পথমেলা।

‘মিশিগান এক্সপ্রেস ট্রেন’ নামে জনপ্রিয় ফেইসবুক আইডির এডমিন ও কমিউনিটি লিডার নাজেল হুদা নাজের নেতৃত্বে এবং এপিআইএ’র ডাইরেক্টর রেবেকা ইসলাম ও আসাল নেতা মাহবুব রাব্বির সঞ্চালনায়  ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলা এই মেলায় ছিল বাংলাদেশী, ইয়েমেনি, আমেরিকান লিডার ও হেমট্রামিক সিটির মেয়র আমির বদর গালিব, এটর্নি জেনারেল ডায়না ন্যাসেল, সেনেটর এ্যাডাম হলিয়ে, সেনেটর স্টেফানি চ্যাং, স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন, স্টেট রিপ্রেজেন্টিভ আব্রাহাম আয়াশ, মেয়র প্রোটিম মোহাম্মদ কামরুল হাসান,

কাউন্সিল সদস্য নাঈম চৌধুরী, কাউন্সিলম্যান খলিল আল রেফাই, মোহাম্মদ আল সোমেরী, মিশিগান ডেমোক্রাটিক পার্টির কেন্দ্রীয় কার্যকরী সদস্য ডক্টর রাব্বী আলম, মিশিগান ১৪ তম কংগ্রেসের সহসভাপতি মিনহাজ রাসেল চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট পার্টি সমর্থিত তিন বাংলাদেশী প্রার্থী যথাক্রমে ডক্টর রাব্বি আলম, খাজা শাহাব আহমেদ ও আরমানি আসাদের উপস্থিতি এবং তাদের বক্তব্য প্রদান দর্শকদের মাঝে এক অভূতপূর্ব অনুভূতির সৃষ্টি করে।

এছাড়াও উপস্থিত থেকে বাংলাদেশী শ্রমিকদেরকে উৎসাহ প্রদান করেন মিশিগানের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকান, ইন্ডিয়ান মালিকানাধীন বিখ্যাত কোম্পানি গুলোর কর্ণধার মালিকগণ. এসময় মঞ্চে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিরা কর্মক্ষেত্রে স্বস্ব অবদানের জন্য বাংলাদেশী নারী পুরুষ শ্রমিকদের ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানান।

তারা বাংলাদেশী শ্রমিকদের জন্য তাদের প্রতিষ্ঠান গুলোর দ্বার আরো প্রশস্থ করারও আশ্বাস দেন. এতে হবিগঞ্জের প্রবাসীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়. এই জমকালো পথমেলায় নিউইয়র্ক, টেক্সাস থেকে আগত জনপ্রিয় আধুনিক কণ্ঠ শিল্পী লাবনী, বাউল সম্রাট কালা মিয়া ও অন্যান্য অঙ্গরাজ্য সহ মিশিগানের স্থানীয় শিল্পীরা হিন্দি, বাংলা হিট গান গুলো গেয়ে দর্শকদের মাতোয়ারা শুধু করে তুলেনি মঞ্চ ও রাজপথও কাঁপিয়ে তুলে. এসময় আনন্দে উদ্বেলিত হাজার হাজার মেলা প্রেমিক দর্শকদের সামাল দিতে পুলিশ, সিকিউরিটি কর্মী ও নিজস্ব স্বেছ্বাসেবকদেরকে হিমশিম খেতে হয়।

হেমট্রামিক এলাকার প্রধান রাজপথের আলাদিন রেস্টুরেন্ট থেকে শুরু করে ইউনিভার্সেল ট্রাভেলস পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে আযোজিত এই মেলায় ছিল শিশু নারী পুরুষের ঢল. তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন. ছিল না তিল পরিমান ঠাঁই. সংশ্লিষ্ট মেলার মূল উদ্যোক্তা নাজেল হুদা নাজ  জানান, কর্মক্লান্ত প্রবাসী বাংলাদেশী ভাই বোন ও তাদের পরিবারের সদস্যদের বিনোদন আর আমেরিকান সহ অন্যান্য দেশীয় নাগরিক ও সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, কমিউনিটি লিডারদের সাথে সেতুবন্ধন গড়ে তোলা এবং বাংলাদেশী সংস্কৃতির পরিচয় ঘটানোই পথমেলার মতো এই ধরণের আযোজন করার মূল লক্ষ্য. তিনি বলেন, এই মেলায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি. প্রতিবছর এই রকম জনপ্রিয় মেলার আযোজন করা হবে. রাফ্রেল ড্র’ ও গাড়ি সহ অন্যান্য পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী চলা ৩১ আগস্ট মধ্য রাতে এই মেলার সমাপ্তি ঘটে. # মিশিগান, যুক্তরাষ্ট্র থেকে |

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD