লন্ডন সফররত সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে নির্বাচিত সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মহিবুর রহমান মানিকের সাথে দেশের সার্বিক পরিস্থিতি এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যাদি নিয়ে যুক্তরাজ্য প্রবাসীরা মত বিনিময় করেছেন।
গেল ২৯ জুলাই রাতে পূর্ব লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, সৌদা আর্টস এর প্রেসিডেন্ট কবি টি এম আহমেদ কায়সার, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা বদরুজ্জামান শামীম, যুবলীগ নেতা সুফিয়ান হাবিব ও কামরুজ্জামান সাকলাইন প্রমুখ ।
প্রবাসীদের পক্ষ থেকে এমপি‘র সম্মানার্থে নৈশভোজের আয়োজন করা হয়। মুহিবুর রহমান মানিক প্রবাসীদের আশ্বস্থ করে বলেন সরকার প্রবাসীদের ব্যাপারে খুবই আন্তরিক,। তার নির্বাচনী এলাকার সামগ্রিক উন্নয়ন, ভবিষৎ পরিকল্পনা ও সম্প্রতি বন্যার ক্ষয় ক্ষতি ও ত্রাণ তৎপরতা নিয়ে সাথে খোলামেলা কথা বলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply