আবারও জাতিসংঘের অধিবেশনে পাকিস্তানের পাশে চীন। ভারত-বিরোধী শক্তিকে জঙ্গি মানতে নারাজ চীন। ভারতে একাধিক নাশকতার মূল চক্রান্তকারী এই জঙ্গি। হাফিজ সাইদের শ্যালককে জঙ্গি মানতে সুকৌশলে আপত্তি চীনের। এতে প্রতীয়মান হয় যে নতুন করে ভারত বিরোধী শক্তির পাশে দাঁড়াল চীন।
পাকিস্তান সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার ডেপুটি চিফ আব্দুল রেহমান মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাবকে অত্যন্ত কৌশলে বাধা চীনের। জাতিসংঘে ভারত ও আমেরিকা যৌথভাবে মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। একটি সূত্র জানিয়েছে , গেল ১ জুন জাতিসংঘে ভারত ও আমেরিকা যৌথভাবে পাকিস্থানী জঙ্গি মাক্কির বিরুদ্ধে জাতিসংঘ সোচ্চার হয়।
পাকিস্তানে থাকা এই জঙ্গি নেতাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আল কায়েদা এবং আইএসআইএল নিষেধাজ্ঞা কমিটির অধীনে তালিকাভুক্ত করার প্রস্তাব দেয় দুই দেশ। যদিও ইতিমধ্যেই ভারত ও আমেরিকা মাক্কিকে সন্ত্রাসবাদী হিসেবেই তাদের নিজ নিজ দেশের আইনে তালিকাভুক্ত করেছে।
উল্লেখ্য, আবদুল রেহমান মাক্কি লস্কর-ই-তইবা (এলইটি) ও জামাত-উদ-দাওয়া (জেউডি)-এর রাজনৈতিক বিষয়ক ডেপুটি আমির ও প্রধান। মাক্কি লস্করের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছে। কুখ্যাত এই জঙ্গি নেতা শুরার (শাসক সংস্থা) সদস্য এবং একইসঙ্গে জামাত-উদ-দাওয়ার কেন্দ্রীয় এবং ধর্মান্তরিত দলের একজন সদস্য।
সম্পর্কে এই মাক্কি হল লস্কর প্রধান হাফিজ সাইদের শ্যালক। সাইদকে ইতিমধ্যেই সন্ত্রসবাদী হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। পাকিস্তানী জঙ্গি সংগঠন লস্করী তৈয়বা সাউথ এশিয়ার জন্য হুমকী জেনেও সম্পর্ক বহাল রাখার স্বার্থে অত্যন্ত সুকৌশলে পাকিস্তানের সাথে সূর মিলিয়েছে দেশটি। জাতি সংঘ অধিবেশেনে তাদের ভূমিকা ছিল ধরি মাছ নাছৈ পানি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply