সদ্য প্রয়াত প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও কলামিষ্ট মরহুম আব্দুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২২ মে রবিবার বাদ আছর পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ব্রিটেনের কবি, সাংবাদিক,সাহিত্যিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত হন । মিলাদ ও দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের খতীব নজরুল ইসলাম।
মিলাদ পূর্ববর্তী আলোচনায় অংশ নেন লন্ডন সফররত সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু এম পি, মরহুমের পুত্র অনুপম রেজা চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বাংলাদেশ মিশনের সহকারী হাইকমিশনার জাহিদুল ইসলাম, হাইকমিশনের মিনিষ্টার প্রেস আশেকুন্নবী চৌধুরী, মরহুমের নাতী জেকব চৌধুরী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply