আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের বার্ষিক কনফারেন্স গত ১৫ ই মে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা আলহাজ্ব ফারুক আহমেদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি আনসার মিয়ার উপস্থাপনায় বৃটেনের কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি সহ বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে অনাড়ম্বর মহতী মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান, ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল, আনজুমানে আল ইসলাহ ইউকে জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা এম এ কাদির আল হাসান।
ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে বামিংহামের প্রেসিডেন্ট মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়েদী, কনফারেন্সের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলসের ট্রেজারার ক্বারী শাহ তসলিম আলী, জনাকীর্ণ এই কনফারেন্স সাধারন সম্পাদক ও ট্রেজারার কতৃক বার্ষিক ও আর্থিক রিপোর্ট রিপোর্ট পেশ করার পর ২য় পর্বে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, আগামী দু’বছর জন্য গঠিত নতুন কমিটির নাম পাঠ করে শুনানোর পর উপস্থিত সবাই সম্মতিক্রমে এই কমিটি পাশ করেন। এর পর প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুমোদন প্রদান করেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার আলী,ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক সেক্রেটারি কাউন্সিলার দিলওয়ার আলী, সোয়ানসী শাখার প্রেসিডেন্ট আব্দুল মোত্তালিব হুমায়ুন , কার্ডিফ কমিটির প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, সেক্রেটারি ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী, জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া,
শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান, মাওলানা মিনহাজ উদ্দিন জুবায়ের, শাহ গোলাম কিবরিয়া, জহির আলী, কামরুল ইসলাম বাবু ,জিহুর রহমান মিজান ও ওয়েলস ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর সহ প্রমুখ নেতৃবৃন্দ.।
প্রধান অতিথির বক্তব্যে আনজুমানে আল ইসলাহ ইউকে জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা এম এ কাদির আল হাসান আনজুমানে আল ইসলাহ ইউকের ওয়েলস ডিভিশনের বিগত দিনের কমকান্ডের ভূয়শী প্রশংসা করে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আজকের নতুন কমিটি ও আগামী দিনে সংগঠনের অগ্রযাত্রায় আর ও বলিষ্ঠ ভৃমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করে নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।।
আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের নতুন কমিটির দাঁড়িত্তপ্রাপ্তরা হচ্ছেন,প্রেসিডেন্ট হাফিজ মাওলানা আলহাজ্ব ফারুক আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ্,
ভাইস প্রেসিডেন্ট আনোয়ার আলী,ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আনসার মিয়া, জয়েন্টসেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার ক্বারী শাহ তসলিম আলী, জয়েন্ট ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন জুবায়ের, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি এম আসকর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি, মাওলানা আসাদুল হক, ট্রেনিং এন্ড এম্পোয়মেন্ট সেক্রেটারি শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান, ওয়েলফেয়ার সেক্রেটারি এম জহির আলী,
মেম্বারশিপ সেক্রেটারি আলহাজ্ব আব্দুল হামিদ, এক্সিকিউটিভ মেম্বার কাউন্সিলার দিলওয়ার আলী, আলহাজ্ব আবু বক্কর ওয়াকার, শাহ গোলাম কিবরিয়া, কামরুল ইসলাম বাবু, আলহাজ্ব ফরুক মিয়া ও আবু বক্কর,
সম্মেলনের শেষ পর্বে মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা এম এ কাদির আল হাসান।
Leave a Reply