
০১ এপ্রিল,২০২২: আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে ‘অস্ট্রেলিয়া এলামনাই এসোসিয়েশন বাংলাদেশ (AAAB)’- (১) সিভিল সার্ভিস ও জুডিশিয়াল সার্ভিস, (২) শিক্ষা ও গবেষণা, (৩) স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান, (৪) উদ্যোক্তা ও এনজিও, (৫) ব্যাংকিং ও অন্যান্য পেশা- এই পাঁচটি ক্যাটাগরি’তে মোট ৬(ছয়) জন নারীকে তাদের স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্যে পুরস্কার প্রদান করে। বর্ণিত পাঁচটি ক্যাটাগরিতে AAAB হতে Leadership Journey’র Story/ নমিনেশন আহ্বান করা হয়। বিচারক প্যানেল বিভিন্ন ক্যাটাগরীতে প্রাপ্ত মোট ২১টি Story/ নমিনেশন হতে বর্ণিত ৬(ছয়) নারীর Story নির্বাচন করে।
উল্লেখ্য, ‘সিভিল সার্ভিস ও জুডিশিয়াল সার্ভিস’ ক্যাটাগরীতে সর্বোচ্চ সংখ্যক (১৩টি) নমিনেশন পাওয়া যায়। এছাড়া, ‘শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান’ ক্যাটাগরীতে ২(দুই)টি, ‘স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান’ ক্যাটাগরীতে ৪(চার) টি এবং ‘ব্যাংকিং ও অন্যান্য পেশা’ ক্যাটাগরীতে ১(এক)’টি নমিনেশন পাওয়া যায়। তবে ‘উদ্যোক্তা ও এনজিও’ ক্যাটাগরিতে কোন নমিনেশন পাওয়া যায়নি। প্রাপ্ত নমিনেশনের মধ্যে- ‘সিভিল সার্ভিস ও জুডিশিয়াল সার্ভিস’ ক্যাটাগরীতে ৩ (তিন)জন, ‘শিক্ষা ও গবেষণা’ ক্যাটাগরীতে ১(এক)জন, ‘স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান’ ক্যাটাগরীতে ১(এক)জন এবং ‘ব্যাংকিং ও অন্যান্য পেশা’য় ১(এক)জন বিজয়ী হয়।
‘সিভিল সার্ভিস ও জুডিশিয়াল সার্ভিস’ ক্যাটাগরীতে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে যে ৩(তিন)জন বিজয়ী হয়েছেন, তারা হচ্ছেন যথাক্রমে- (১) ড. নাজনীন কাউসার চৌধুরী, (২) ইঞ্জিনিয়ার শাহানা ফেরদৌস এবং (৩) মিজ রোকেয়া খাতুন। অন্যান্য ক্যাটাগরীতে বিজয়ীরা হলেন- মিজ সানজিদা আক্তার (শিক্ষা ও গবেষণা), ডা. ফারহানা সুলতানা (স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান) এবং মিজ বিশাখা তঙ্চংগা (ব্যাংকিং ও অন্যান্য পেশা)।
বঙ্গবন্ধু মিলিটারী মিউজিয়াম, ঢাকা’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বর্ণিত Award Night 2022 অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য মিজ শরীফা খান, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন- (১) বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার ডেপুটি হাই কমিশনার মিজ রুয়ান্তি ডেলপিটিয়া, (২) বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার ড. সাসা ব্লুমেন এবং (৩) বঙ্গবন্ধু সামরিক যাদুঘরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল এম এম মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন AAAB এর সভাপতি মীর্জা আশিক রানা।
Leave a Reply