ইরানের রাজধানী তেহরানসহ আরো কয়েকটি কৌশলগত স্থানে ভোররাতে হামলা চালিয়েছে ইসরাইল। রাতের আঁধারে চালানো এই হামলার পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বিমান হামলার জবাবে গত কয়েক ঘণ্টায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। শুক্রবার (১৩ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেছেন, ইরান ‘ইসরাইলি ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ইউএভি (ড্রোন)’ নিক্ষেপ করেছে। তিনি বলেছেন, তারা সেগুলো আটকানোর জন্য কাজ করছে।
ডিফ্রিন আরো বলেন, গত রাতের হামলায় ইরানি সেনাবাহিনীর প্রধান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার এবং ইরানের জরুরি কমান্ডের কমান্ডার নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এর আগে জানিয়েছে, বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন।
ইরানে হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরাইলি সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘খুব শিগগিরই ইসরাইলের ওপর পাল্টা হামলা’ চালাতে পারে ইরান। ইরানের ওপর যখন হামলা চালানো হয় ইসরাইলের মানুষ তখন ঘুমাচ্ছিলেন। জেরুসালেমে অবস্থানরত বিবিসির এক সংবাদদাতা জানান, সাইরেনের বিকট শব্দে এবং মোবাইলে জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন।
এদিকে ইরানের রাষ্টীয় বার্তাসংস্থা ইরনা জানায়, শুক্রবার রাত থেকে ইসরাইলি সরকার ইরানের রাজধানী তেহরানের আশপাশে ও অন্যান্য শহরে সামরিক হামলা শুরু করে। হামলায় রাজধানীর বেশ কয়েকটি স্থানে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা জানান, তারা নিহতদের মধ্যে নারী ও শিশুদের লাশ দেখতে পেয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply