1. sm.khakon@gmail.com : bkantho :
জার্মানীর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আলোচকরা তুলে ধরলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

জার্মানীর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আলোচকরা তুলে ধরলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে
জার্মানীর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আলোচকরা তুলে ধরলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস

জার্মানীর ফ্রাঙ্কফুর্টে ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বিশ্বের  বৃহৎ বইমেলা  চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। ১৮অক্টোবর শুক্রবার বিকেলে ৪টায় মেলার মূল মঞ্চের ছয় নম্বার গ্যালারীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশের লেখক -গবেষক আবু সাঈদ ও ভারতের লেখক ও দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রিয়জিৎ দেবসরকারের লেখা ‘‘বঙ্গবন্ধু,বাংলাদেশ ও ব্রিটেন’‘বইটির প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠান। বইটি প্রকাশ করেছে ভারতের দিল্লির ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা মতিলাল বেনারসিদাস পাবলিশিং হাউস।

আলোচনা অনুষ্ঠানে লেখক প্রিয়জিৎ দেবসরকার বলেন, ‘এই বইটিতে আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বের প্রভাবশালী দেশগুলো কিভাবে স্বীকৃতি প্রদান করেছে। নয় মাস  ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রাম,  গণহত্যার কথা তুলে ধরা হয়েছে। বইটির প্রথম ভাগে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের  বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে মুক্তিযুদ্ধে যাঁরা অবদান রয়েছে তাঁদের কথাও তুলে ধরা হয়েছে। বিটিশ পালামেন্টের আর্কাইভের কেবিন্টে অফিস থেকে প্রভাবশালী রাষ্ট্রদের স্বীকৃতিগুলো সংগ্রহ করে, সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছরের যা ছিল অরক্ষিত।’

পাকিস্তানি বংশোদ্ভত কানাডিয়ান সাংবাদিক তাহের আসলাম গোরা বলেন, ১৯৭১ সালে পাঞ্জাবের লাহের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তখন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বাংলাদেশের এই পরিস্থিত দেখে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল, সভা করি। পুলিশির হাতে গ্রেফতার হই। এই বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য গুরুত্বপূর্ণ একটি দলিল। বইয়ের লেখক আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকারকে অসংখ্য ধন্যবাদ।

মতিলাল বেনারসিদাস পাবলিশিং হাউস প্রকাশনা সংস্থার প্রকাশক বরুন জৈন বলেন, চমৎকার এই বইটি আমরা বিশ্ব বইবাজারের প্রচার ও প্রসার করব। প্রিন্ট ভার্সন ছাড়াও খুব দ্রুত সময়ে ডিজিটাল ও অডিও বই হিসেবে প্রকাশ করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD