ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম প্রথা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন সোমবার বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর ব্যাপারেও আলোচনা হয়েছে বৈঠকে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে চালু হতে পারে ক্লাস-পরীক্ষা।
জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে, প্রো-ভিসি অধ্যাপক সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ হলগুলোর প্রাধ্যক্ষরা সভায় উপস্থিত ছিলেন।
সূত্র : বিবিসি
Designed by: Sylhet Host BD
Leave a Reply