1. sm.khakon@gmail.com : bkantho :
লন্ডনে ৭ মার্চ ফাউন্ডেশনের আলোচনা সভা - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

লন্ডনে ৭ মার্চ ফাউন্ডেশনের আলোচনা সভা

মতিয়ার চৌধুরী, লন্ডনঃ
  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে
লন্ডনে ৭ মার্চ ফাউন্ডেশনের আলোচনা সভা

২৯ আগস্ট বৃহস্প্রতিবার সন্ধ্যায় ৭ মার্চ ফাউন্ডেশন ৪৯তম জাতীয় শোক দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করে । অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু জাদুঘর ধ্বংস এবং সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণসহ বাংলাদেশে সাম্প্রতিক ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। তারা এই “নাশকতা ও প্রতিহিংসার কর্মকান্ডের” তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।সংগঠনের চেয়ার সাবেক কাউন্সিলার নুরুদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা সত্যিই খুবই উদ্বেগজনক। আমরা দেশের ভবিষ্যত  নিয়ে উদ্বিগ্ন।” উপস্থিতরা জাতীয় শোক দিবস পালন বাতিলের সিদ্ধান্ত এবং শোক দিবসের আগের রাতে বঙ্গবন্ধু জাদুঘরের বাইরে ‘ঘৃণ্য নাচ-গান’ বন্ধে  সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন।

বক্তারা বঙ্গবন্ধুর উত্তরাধিকারকে সর্বজনীন করার আহ্বান জানিয়ে বলেন যে, তাকে রাজনৈতিক ব্র্যান্ডের পরিবর্তে “পুরো জাতির দূত” হতে হবে। তারা রাজনৈতিক অনুপ্রেরণা বা জাতীয় সীমানা নির্বিশেষে বঙ্গবন্ধুর উত্তরাধিকার প্রচারের মিশন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, এবং লন্ডনের বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যারা বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। তারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে সকলের অবদানকে ঐক্যবদ্ধ, স্বীকৃতি এবং সম্মান করার গুরুত্বের ওপর জোর দেন। আয়োজকরা বঙ্গবন্ধু জাদুঘর ধ্বংস ও লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে তার প্রতিকৃতি অপসারণের তীব্র প্রতিবাদ জানান। তারা জাতীয় শোক দিবস পালন পুনরুদ্ধার এবং ঐতিহাসিক ৩২ ধানমন্ডি রোডের বঙ্গবন্ধু জাদুগর সংরক্ষণেরও আহ্বান জানান।

নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আনসার আহমেদ উল্লাহ, কানেক্ট কমিউনিটি নেটওয়ার্কের সাবেক কাউন্সিলার রাজনউদ্দিন জালাল, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সাবেক প্রেসিডেন্ট টাওয়ার হ্যামেলেটস কাউন্সিলের সাবেক মেয়র  সেলিম উল্লাহ, সত্তরের দশকের বর্ণবাদবিরোধী  আন্দোলনের নেতা ও সাবেক ডেপুটি মেয়র  আকিকুর রহমান, সমাজকর্মী আলা মিয়া, কমিউনিটি নেতা  আজাদ চৌধুরী, তাজউদ্দিন ফাউন্ডেশনের সদস্য  সাবেক  ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী, যুক্তরাজ্যের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক চেয়ারম্যান সৈয়দ এনামুল ইসলাম, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান, ৭ মার্চ ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক যুবলীগ নেতা  জামাল আহমেদ খান প্রমুখ।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD