1. sm.khakon@gmail.com : bkantho :
ব্রিটেনে সম্পুর্ণ রুপে নিষিদ্ধ হচ্ছে সিগারেট - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

ব্রিটেনে সম্পুর্ণ রুপে নিষিদ্ধ হচ্ছে সিগারেট

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে
ব্রিটেনে সম্পুর্ণ রুপে নিষিদ্ধ হচ্ছে সিগারেট

প্রতিবছর গ্রেট ব্রিটেনে ধুমপান জনিত কারনে মৃত্যু হয় ৮০ হাজার ব্রিটিশ নাগরিকের। আর একারণে ব্রিটিশ সরকার  নাগরিকদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে  ব্রিটেনে সিগারেট সম্পুর্ণ রুপে নিষিদ্ধ করতে চাইছে।  এখন থেকে কেউ চাইলেই যেখানে সেখানে প্রকাশ্যে ধুমপান করতে পারবেন না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার ষ্টারমার হাসপাতালের বাইরে, পাবের গার্ডেন, রেষ্টুরেন্ট ও কপিসপের  বাইরে,  খেলার মাঠ, পার্ক বা রাস্তায়  ধূমপান নিষিদ্ধ করার কথা বলেছেন। এছাড়া ধূমপানের নিষিদ্ধ স্থানগুলোর স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সাংবাদিকদের জানিয়েছেন, ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওপর চাপ কমাতেই তার সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করবে সংসদের অনেক সদস্য।

কারণ এতে দেশের বিনোদন সেক্টরগুলোতে প্রভাব পড়বে।  ব্রিটিশ স্বাস্থ্য সেবা এনইচএস এর তথ্য বলেছে, শুধু মাত্র সিগারেট ব্যবহার করার কারণে ব্রিটেনে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষ মৃত্যবরণ করে। প্রতি বছর এতগুলো মানুষের জীবন বাঁচাতে ও এনএইচএসের ওপর চাপ কমাতেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

ধুমপান জনিত কারণে মৃত্যু হার কমাতে বেশ কয়েক বছর  যাবত সরকার কাজ করছে, প্রাথমিক ভাবে যানবাহন, বাসাবাড়ী, ও পাবলিক প্লেসে সিগারেট নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানার বিধান রাখলেও এতে তেমন কোন সুফল নাপাওয়াতে সরকার এমন  কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD