ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ দেয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার প্রতিশোধ নিতে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের ডেপুটি কমান্ডার।
ডেপুটি কমান্ডার আলী ফাদাভি শুক্রবার ইরানি মিডিয়াকে বলেন, ‘ইসরাইলকে কঠোর শাস্তি দেয়া এবং শহিদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নেয়ার সর্বোচ্চ নেতার নির্দেশটি পরিষ্কার ও সুস্পষ্ট… এবং এগুলো সর্বোত্তমভাবে বাস্তবায়ন করা হবে।’
হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া, ৬২, ৩১ জুলাই তেহরানে এক গুপ্তহামলায় নিহত হন। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন।
হানিয়াকে হত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছে হামাস ও ইসরাইল। তবে ইসরাইলি সরকার এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। এরপর থেকে ইসরাইলের বিরুদ্ধে বদলা নেয়ার ওয়াদা করেছে তেহরান।
ইরানি মন্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে থাকা বিপুল সম্পদ দিয়ে ইসরাইলকে রক্ষা করতে প্রস্তুত।
তিনি শুক্রবার বলেন, ‘আমরা যখন এসব বাগাড়ম্বরতা শুনি, তখন তা গুরুত্ব দিয়ে গ্রহণ করি এবং কাজে নেমে পড়ি।’ গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে আরো সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা করে। এগুলোর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী।
সূত্র : আল জাজিরা
Designed by: Sylhet Host BD
Leave a Reply